- Get link
- X
- Other Apps
Adstrra
Adestrra
AdCash 267
- Get link
- X
- Other Apps
ছবিটি কেমন? বীভৎস? এটি একজন মৃত মানুষের ছবি। একজন প্রাক্তন বিভাগীয় পরিচালক, প্রাক্তন সরকারি কর্মকর্তা, চিকিৎসক এর ছবি। উনি কিভাবে মারা গিয়েছেন? রোগীর স্বজনদের আঘাতে, একটি আঘাত উনার মাথার পিছেন লাগে, রক্তক্ষরণ হয়ে মারা যান।
রোগীটি মারা গিয়েছিল কিভাবে? সিজার করার অনেক সময় পরে রোগীর জরায়ুতে রক্তক্ষরণ হয় এবং পরবর্তীতে সে উন্নত চিকিৎসা নিতে গিয়ে মারা যায়। এতে রোগীর স্বজনরা তার উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে এবং মেরে ফেলে। অথচ এই যে রোগী মারা গেল তার সাথে এই চিকিৎসকএর চিকিৎসার কোন প্রকারের অবহেলার কোন ব্যপারই নেই।
"মেরে ফেললো".. কত সহজে বলে ফেললাম কথাটা। আসলে দেশটা শুয়োরের বাচ্চায় ভরা। শুয়োরের বাচ্চাগুলো ওৎ পেঁতে থাকে। সুযোগ পেলেই চেহারা প্রকাশ করে। হাসপাতালে এইরকম শুয়োরের বাচ্চাদের চেহারা প্রায়ই দেখি।
এখন আর বিচার করে কি হবে! এই মানুষটা তো ফিরে আসবেনা।
অনলাইন নিউজ এ দেখলাম লিখছে অবহেলায় রোগীর মৃত্যুতে স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু। মানে একটা মানুষকে, এক চিকিৎসককে খুন করলো, আবার তার খুনটাকে জায়েজ করলো কিছু জারজ।
হাতির মৃত্যুতে,পশুর মৃত্যুতে যাদের কান্না থামেনা, এবার দেখি মানুষের মৃত্যুতে কাঁদেন কিনা।
Post copyright: Hafiz Ahmed Faiaz

Comments
Post a Comment